সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৭, ২০২২
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
দীর্ঘদিন থেকে কমিটি না থাকায় প্রায় ১৭ বছর পর সিলেটের ওসমানীনগর উপজেলা ও তাজপুর কলেজ ছাত্রলীগের কমিটি গঠনের উদেশ্যে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর জীবন বৃত্তান্ত গ্রহন করেছে সিলেট জেলা ছাত্রলীগ। রবিবার বিকালে উপজেলার তাজপুর ডাকবাংলায় জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাহেল সিরাজের হাতে জীবনবৃত্তন্ত তুলে দেন উপজেলা ছাত্রলীগের পদপ্রত্যাশী শতাধিক নেতাকর্মীরা।
এর আগে জেলা ছাত্রলীগের আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম। সাধারণ সম্পাদক রাহেল সিরাজের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমদ।
এসময় বক্তারা বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া ঐতিহ্যবাহী ছাত্রলীগ সব সময় ঐক্যবদ্ধ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন বাস্তবায়নে ছাত্রলীগ সব সময় মাঠে কাজ করছে। ওসমানীনগর উপজেলা ছাত্রলীগকে সু-সংগঠিত করতে এই উপজেলার দুই ইউনিটে কমিটি অনুমোদন করা হবে। যারাই দ্বায়িত্ব পাবেন সব সময় বঙ্গবন্ধুর আদর্শে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মাঠে কাজ করতে হবে।