সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় মহান বিজয় দিবস ২০২২ উদযাপন ও শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষ্যে বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: ওলিদুজ্জামান ।
এতে বক্তব্য দেন ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, উপজেলা কৃষি কর্মকর্তা মীর হাসান আল বান্না, ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের পাশা হিমু।
প্রস্তুতি সভার সিদ্ধান্ত মোতাবেক কর্মসূচীর মধ্যে থাকবে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সুচনা, জাতীয় পতাকা উত্তোলন, পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা, কুচকাওয়াজ, মুক্তিযোদ্ধাদের সম্মাননা, উন্নত খাবার পরিবেশন, প্রীতি ম্যাচ, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়া প্রস্তুতি সভায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। এসময় উপজেলা প্রশাসনে কর্মরত বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।