সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৪, ২০২২
প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
রাজাকারের প্রতিকী ফাঁসি দিয়ে র্যালী ও আলোচনা সভাসহ নানান আয়োজনের মধ্যে দিয়ে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা ৪ই ডিসেম্বর হানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজন ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সার্বিক সহযোগিতায় পূর্ব বাজারে অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার সুপ্রভাত চাকমার সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস শাহিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সুনামগঞ্জ ১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্ত্য রাখেন,উপজেলা আ,লীগের সভাপতি আবুল হোসেন খাঁ,বীর মুক্তিযোদ্ধা এডঃ গোলাম মোস্তফা,বালিজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসাইন,সাধারণ সম্পাদক অমল কান্তি কর,সহ সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার,মুক্তিযোদ্ধা সন্তান ও উপজেলা আ,লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান খেলু,যুবলীগ আহবায়ক হাফিজ উদ্দিন, রায়হান উদ্দিন রিপন প্রমুখ।
এসময় বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সন্তানসহ আ,লীগের সহযোগী সংগঠনের নেতা-কর্মীগন।