বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক

প্রকাশিত: ১:৫৩ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে ইসির বৈঠক
১২৪ Views

লন্ডন বাংলা ডেস্কঃ

ঢাকা-১০ আসনের উপনির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আজ (সোমবার) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) এই বৈঠক অনুষ্ঠিত হবে।বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবালয়ের শীর্ষ কর্মকর্তা এবং এই নির্বাচনে দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তা কিংবা তাদের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

 

 

এই উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মো. শফিউল ইসলাম ‘নৌকা’, বিএনপি প্রার্থী শেখ রবিউল আলম ‘ধানের শীর্ষ’, জাতীয় পার্টির হাজী মো. শাহজাহান ‘লাঙ্গল’, বাংলাদেশ কংগ্রেসের মিজানুর রহমান চৌধুরী ‘ডাব’, বাংলাদেশ মুসলিম লীগ নবাব খাজা আলী হাসান আসকারী ‘হারিকেন’ এবং প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) আব্দুর রহীম ‘বাঘ’ প্রতীকে নির্বাচন করবেন।তফসিল অনুযায়ী, এ উপনির্বাচন উপলক্ষে গত ১৯ ফেব্রুয়ারি ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন। ২৩ ফেব্রুয়ারি হয় মনোনয়নপত্র যাচাই-বাছাই। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২৯ ফেব্রুয়ারি। ১ মার্চ প্রতীক বরাদ্দ দেয়া হয়। আগামী ২১ মার্চ ভোটগ্রহণ হবে।ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নতুন মেয়র ফজলে নূর তাপস ঢাকা-১০ আসন থেকে পদত্যাগ করে সিটি নির্বাচনে অংশ নিলে আসনটি শূন্য হয়।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031