ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৩

ধর্মপাশায় প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ উৎসব
২৩৩ Views

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ১১টার দিকে বিদ্যালয় কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এই বই বিতরণ উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান।

 

 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ( ইউআরসি) ইনস্ট্রাকটর চন্দন বনিক,ধর্মপাশা ১নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান কবীর প্রমুখ। ধর্মপাশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলায় ১৯৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব বিদ্যালয়গুলোতে ছাত্র ছাত্রী সংখ্যা প্রায় ৩৫ হাজার। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থীকে ৬টি করে বই দেওয়ার কথা থাকলেও প্রয়োজনের তুলনায় বই সরবরাহ না থাকায় তৃতীয়,চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্র ছাত্রীদেরকে ৩টি করে বই দেওয়া হয়েছে।

 

 

প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য বই সরবরাহ না করায় তাদের মধ্যে বই দেওয়া যায়নি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস বলেন, চাহিদার তুলনায় প্রয়োজনীয় বই কম পাওয়া গেছে। এ ছাড়া প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছাত্রীদের জন্য পাঠ্যবই এখনো এসে পৌছায়নি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে ।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031