সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৩
জেলা প্রতিনিধি/সিলেটঃঃ
গাজীপুরে টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিয়ে সিলেটের জৈন্তাপুর থানার হরিপুরের হেমুবটে পাড়া এলাকার মো. নুরুল হক (৬৩) মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বাদ জোহর ইজতেমা ময়দানে তার জানাজা নঅনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর বলেন, নুরুল হক ভুগছিলেন অ্যাজমা রোগে। আজ সকালে ইজতেমা ময়দানের ৬২ নম্বর খিত্তায় অবস্থানকালে নুরুল হকের শ্বাসকষ্ট দেখা দেয় এবং কিছু সময়ের মধ্যেই তিনি মারা যান।
প্রকৌশলী আব্দুন নূর জানান, আজ দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ইজতেমার প্রথম পর্ব শুরুর আগের দিন বৃহস্পতিবারই পুরো ইজতেমা ময়দান মুসল্লিতে পূর্ণ হয়ে গেছে। মাঠের মূল অংশে মুসুল্লিরা ঠাঁই না পেয়ে কামারপাড়া ও আশেপাশের এলাকায় ফুটপাতে অবস্থান নিয়েছেন। আগামীকাল শুক্রবার থেকে প্রথম পর্বের ইজতেমা শুরু হচ্ছে। প্রথম পর্বে মাওলানা জুবায়ের আহমেদ গ্রুপ ইজতেমা পরিচালনা করছে। আর মাওলানা সাদ কান্ধলভী গ্রুপ দ্বিতীয় পর্বের ইজতেমা পরিচালনা করবে।