সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫২ অপরাহ্ণ, জানুয়ারি ২১, ২০২৩
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে প্রতিপক্ষের হামলায় সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়া আহত হয়েছেন। তাকে মুমুর্ষ অবস্থায় ভর্তি করা হয়েছে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। তার অবস্থা আশংকাজনক বলে তার পরিবার সূত্রে জানা গেছে।
শুক্রবার বিকেলে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় তিনি প্রতিপক্ষের হামলার শিকার হন। জানা যায়, শুক্রবার দুপুরে তার এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে স্থানীয় কিবরিয়া কমিউনিটি সেন্টারে যোগ দিয়েছিলেন তিনি। বিকেলে বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে শহরের মাইক্রোবাস স্ট্যান্ড এলাকায় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার উপর হামলা চালায়। তাকে লোহার পাইপ দিয়ে এবং ছুরি দিয়ে এলাপাতারী আঘাত করা হলে সে মাটিতে লুটে পড়ে।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে পেরন করেন। শহরের বাঁশখালা এলাকার বাসিন্দা সাবেক পৌর কাউন্সিলর ধন মিয়ার উপর হামলার খবরে তার এলাকার লোকজন বিক্ষুব্ধ হয়ে উঠে। হামলাকারীদের গ্রেফতারের দাবীতে শনিবার বিকেলে তার এলাকার লোকজন শহরে বিক্ষোভ মিছিল করে।