সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২৩
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে শীতেষ চন্দ্র সরকার যোগদান করেছেন। তিনি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে কর্মরত ছিলেন। তিনি বিসিএসের ৩৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
সোমবার দুপুরে উপজেলা সহকারি কমিশনার ভূমি ও ভারপ্রাপ্ত (ইউএনও) অলিদুজ্জামানের কাছ থেকে শীতেষ চন্দ্র সরকার চার্জ গ্রহণের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেছেন।
এই সময় নতুন (ইউএনও)কে উপজেলা চত্বরে ফুল দিয়ে বরণ করে নেন, উপজেলা সহকারি কমিশনার ও ভারপ্রাপ্ত( ইউএনও) অলিদুজ্জামান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সালমান হাসান বিপ্লব,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রজেস চন্দ্র দাস, ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, সঞ্জয় রায় চৌধুরী, মোকারম হোসেন তালুকদার, জুবায়ের পাশা হিমু, (ইউএনও) অফিসের অফিস সহায়ক আবুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
উল্লেখ্য, গত ১০নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোঃ মোনতাসির হাসান বদলি হয়ে যান। সেই থেকে ধর্মপাশা ইউএনও পদ ছিল শূন্য ।