সিলেট ২৯শে জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৪, ২০২৩
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারে সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন- ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক হাফিজুর রহমান চয়ন, সদস্য মো. ইসহাক মিয়া, এম এম এ রেজা পহেল, মো. ইমাম হোসেন, মো. মিঠু মিয়া, নূর রহমান তুষার, আব্দুর রব সজল, রাজু ভূইয়া, বশির আহমেদ প্রমুখ।
এ সময় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানালেন ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকার বলেন ধর্মপাশা উপজেলায় আমি নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে আমাকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হবে। তাই উপজেলার সার্বিক উন্নয়ন অগ্রযাত্রায় সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন স্বরুপ। তাই উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। আমি ধর্মপাশা উপজেলায় ভালো কিছু করতে চাই। এ জন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি অলিদুজ্জামান।