জগন্নাথপুরে ইউপি সদস্য পদে উপ-নির্বাচন ১৬ মার্চ

প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৩

১৮৮ Views

প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ২ ইউনিয়নের ২টি ওয়ার্ডে সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য পদে উপ-নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে। ২৬ জানুয়ারি বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো.সাইফুদ্দীন এ তফসিল ঘোষণা করেছেন।

 

জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবদুল মুমিন ও আশারকান্দি ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য আফিয়া খানমের মৃত্যু হলে এ পদ ২টি শুন্য হয়। শুন্য পদে আগামী ১৬ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার জন্য তফসিল ঘোষণা করা হয়েছে।

 

তফসিল অনুযায়ী আগামী ১৯ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ২০ ফেব্রুয়ারি যাচাই-বাছাই। ২৭ ফেব্রুয়ারি প্রত্যাহার। ২৮ ফেব্রুয়ারি প্রতীক বরাদ্দ ও সবশেষে ১৬ মার্চ অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন। এদিকে-নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা রীতিমতো দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন এবং নড়েচড়ে বসেছেন ভোটাররা।

Spread the love

Follow us

আর্কাইভ

March 2024
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031