সিলেট ২রা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে জেলা পরিষদের ২য় বারের মতো সদস্য ও প্যানেল চেয়ারম্যান(১) নির্বাচিত হওয়ায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম’কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুক আহমদের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির আহমদ কালা, যুগ্ম সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, শাহাব উদ্দিন লেমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল ইসলাম কাজল, জায়ফরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদির দারা, পূর্বজুড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম, পশ্চিমজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জুবের হাসান জেবলু, ফুলতলা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি রতিশ চন্দ্র দাস, শিক্ষক সিতাংশু শেখর দাস, উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু, আওয়ামী লীগ নেতা তাজউদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল ভূইয়া, প্রমুখ।