সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩
প্রতিনিধি/জামালগঞ্জঃঃ
সুনামগঞ্জের জামালগঞ্জে ইয়াবাসহ এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার গভীর রাতে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের দূর্লভপুর গ্রামের মৃত জবান আলীর ছেলে নজরুল ইলাম আফিন্দী (৪৩) কে আটক করেন জামালগঞ্জ থানা পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ জানায়, আটকৃত নজরুল ইসলাম দীর্ঘদিন যাবত দূর্লভপুর এলাকাসহ আশ-পাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মেহেদী হাসানের নেতৃত্বে ইয়াবা বিক্রি করার সময় সাচনা-দূর্লভপুর রাস্তা হতে ৩০ পিছ ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
জামালগঞ্জ থানার ওসি মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, নজরুল এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে অবাধে মাদকদ্রব্য কেনাবেচা করে আসছে। গত রাতে পুলিশ তাকে ৩০ পিছ ইয়াবাসহ আটক করে মাদক দ্রব্য আইনে মামলা করে জেল হাজতে প্রেরণ করা হয়েছ।