সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২৩
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার অস্থায়ী কার্যালয়ের কক্ষে রবিবার দুপুরে ইউএনও নাহিদ হাসান খানের সঙ্গে হাওর বাঁচাও আন্দোলনের মধ্যনগর উপজেলা কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার নাহিদ হাসান খান ।
সভায় বাঁধের কাজের বর্তমান অবস্থা,বাঁধের সবগুলো প্রকল্পে দ্রুত কাজ শুরু করা,নীতিমালা মেনে নির্ধারিত সময়ের মধ্যে বাঁধের কাজ শেষ করা নিয়ে আলোচনা করা হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,হাওর বাঁচাও আন্দোলনের মধ্যনগর উপজেলা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম, সহ সভাপতি প্রবীর বিজয় তালুকদার, আব্দুর রহিম, সাধারণ সম্পাদক আলা উদ্দিন, প্রচার সম্পাদক আজিম উদ্দিন প্রমুখ।