সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২০
গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধিঃঃ
গোলাপগঞ্জে যথাযোগ্য মর্যাদায় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবাষিকী পালন ও মুজিববর্ষ উদ্বোধন হয়েছে। ১৭ মার্চ মঙ্গলবার সকাল ৮টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে সূর্যদোয়ের সাথেসাথে তপধ্বনির মাধ্যমে দিনের কমসূচির সূচনা হয়। সকালে প্রথমে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে উপজেলা প্রশাসন। পরে একে একে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পুলিশ প্রশাসন, গোলাপগঞ্জ পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, গোলাপগঞ্জ প্রেসক্লাব, সিলেট গ্যাস ফিল্ড, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও স্মৃতি পাঠাগার। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রহমান, গোলাপগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি আমিনুল ইসলাম রাবেল, এএসপি(সাকেল) রাশেদুল হক চৌধুরী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শবনম শারমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ, গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমাম, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার শফিকুর রহমান, রণকেলী বালিক উচ্চ বিদ্যালয় ও কলেজের গর্ভানিং বডির সভাপতি মিজানুর রহমান চৌধুরী রিংকু, উপজেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক আলী আকবর ফখর,
গোলাপগঞ্জ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইউনুছ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ নেতা আরিফ চৌধূরী কফি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অভিজিৎ কুমার পাল, কৃষি কর্মকর্তা খায়রুল আমিন, সমবায় অফিসার জামাল মিয়া, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা খাতুন,পরিসংখ্যান আজিজুল ইসলাম, সমাজসেবা নুরুল হক, পল্লী উন্নয়ন অফিসার মোহাইমিন আহমদ, সহকারি শিক্ষা অফিসার জহিরুল ইসলাম, পারভেজ তালুকদার, পৌর কাউন্সিলর এম ফজলুল আলম, নাজিম উদ্দিন, সাবেক কাউন্সিলর ফরিদ উদ্দিন ইরান, উপজেলা আওয়ামীলীগ নেতা নাজিমুল হক লস্কর, উপজেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও পাঠাগারের সভাপতি আবু সুফিয়ান আজম, গোলাপগঞ্জ প্রেসক্লাব কোষাধ্যক্ষ জালাল আহমদ চৌধুরী,সহ-সাধারণ সম্পাদক জাহেদুর রহমান জাহেদ , আওয়ামীলীগ নেতা ছোলেমান আহমদ,সাবেক ছাত্রনেতা হোসেন আহমদ, পৌর আওয়ামীলীগ নেতা হাদিউজ্জামান মাছুম, উপজেলা আওয়মীলীগ নেতা কামলা আহমদ, আজম হোসেন মনি, পৌর ছাত্রলীগের সহ সভাপতি সুমন আলী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিপন, পৌর আওয়ামীলীগ নেতা নাদিম মাহমুদ শিপলু, মাজেদ শরীফ চৌধুরী প্রমুখ। পুষ্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের ও স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সূর্য্যদ্বয়ের সাথে সাথে তুপধ্বনির মাধ্যমে দিবসের সূচনায় উপজেলা প্রসাশনের উদ্দ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের রোগীদের এবং এতিম খানায় খাবার বিতরণ-সহ দিনব্যাপী নানা কমসূচি পালিত হয়।