ছাতকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০

ছাতকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন
Spread the love

৮৩ Views

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়েছে। বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন মুজিববর্ষ উদযাপন করে। মুজিববর্ষ উপলক্ষে উপজেলা পরিষদ, পৌরসভা কার্যালয়, সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান আলোক সজ্জায় সজ্জিত করা হয়।

 

উপজেলা প্রশাসনঃ

গতকাল মঙ্গলবার সকালে মুজিববর্ষের অনুষ্ঠানমালায় যোগ দিতে জনপ্রতিনিধিসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপজেলা পরিষদ চত্ত্বরে উপস্থিত হয়। সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতীকৃিত সম্বলিত ‘চেতনার বাতিঘর’ ম্যুরালে আনুষ্ঠানিক উদ্বোধন শেষে পুস্পস্তবক অপর্ন করেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

 

পরে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামীলীগ, উপজেলা কৃষি অফিস, সমবায় অফিস, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগ, ছাতক থানা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সূর্যের হাসি ক্লিনিক, ছাত্রলীগ, বিডি ক্লিন, স্কাউটসহ বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান চেতনার বাতিঘর ম্যুরাল এ পুস্পস্তবক অপর্ন করে। সকাল ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীর বিশাল কেক কেটে দিনটির শুভ উদ্বোধন করেন মুহিবুর রহমান মানিক এমপি।

 

 

এসময় উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবির, সহকারী কমিশনার(ভুমি) তাপস শীল, সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া, মৎস্য কর্মকর্তা প্রশান্ত দে, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কেএম মাহবুব রহমান, সমাজসেবা কর্মকর্তা শফিউর রহমান, সমবায় কর্মকর্তা মতিউর রহমান, ছাতক থানার ওসি মোস্তফা কামাল, ওসি(তদন্ত) মঈন উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস সামাদ, আনোয়ার রহমান তোতা মিয়া, ছাতক সরকারী বহুমুখী উচ্চ মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক মঈনুল হোসন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, আফজাল হোসেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন-অর রশীদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার, ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিব, প্রাক্তন অধ্যাপক হরিদাস রায়, আমার বাড়ি আমার খামার প্রকল্পের কর্মকর্তা জুলকার নাইন, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন মাষ্টার, আখলাকুর রহমান, বিল্লাল আহমদ, ছাতক সরকারী বহুমুখী উচ্চ মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক জাহাঙ্গির আজাদ, বাগবাড়ী সরকারী মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যরঞ্জন দাস, মন্ডলীভোগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলালুল ইসলাম, প্রধান শিক্ষক বাসবী চৌধুরী লিলি, দুলন তরফদার, প্রনব দাস মিটু, সাবেক চেয়ারম্যান আফজাল আবেদীন আবুল, সূর্য্যরে হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম, মুক্তিযোদ্ধা আলহাজ্ব নিজাম উদ্দিন বুলি, আওয়ামীলীগ নেতা চান মিয়া চৌধুরী, সামছুজ্জামান রাজা, মোশাহিদ আলী, আফতাব উদ্দিন, আব্দুল আওয়াল, আব্দুস ছালাম, যুবলীগ নেতা আবু হানিফা সায়মন, সাবেক ছাত্রলীগ নেতা মাহফুজ বাবলু, কৃপেশ চন্দ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মুহিবুর রহমান মানিক এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক পৌরসভার সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন প্রমুখ।

 

 

সভা শেষে উপজেলা পরিষদ সু-সেবা নেটওয়ার্কের পক্ষ থেকে ২৮ জনকে বিনামুল্যে চিকিৎসা সামগ্রী, বিআরডিবির পক্ষ থেকে ২৯ জন ঋন গ্রহীতার মাঝে ৫ রাখ ৮০ হাজার টাকা এবং আমার বাড়ি আমার খামার প্রকল্পের পক্ষ থেকে ৩৮ জন ঋন গ্রহীতার মাঝে ১৯ লাখ টাকা আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন প্রধান অতিথি মুহিবুর রহমান মানিক এমপি।

 

ছাতক পৌরসভাঃ
ছাতক পৌরসভার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন করা হয়। সকালে পৌরসভা কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। পরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর বিশাল কেক কেটে দিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। দুপুরে পৌরসভার সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এ ছাড়া পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন মসজিদ মিলাদ ও দোয়া মাহফিল এবং বিভিন্ন মন্দিরে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়। দুপুরে পৌরসভা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবুল কালাম চৌধুরী। প্যানেল মেয়র তাপস চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, পৌর সচিব আবুজর গিফারী, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, পৌর কাউন্সিলর ধন মিয়া, সুদীপ দে, আছাব মিয়া, ছাতক প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক বিজয় রায়, পৌর কর্মকর্তা জামাল মিয়া, শহিদুল হক মোল্লা, রতন দে, চন্দন বর্ধন, কুলছুমা বেগম, কেতকী রঞ্জন আচার্য্য, কুন্তলা দাস, শিল্পী দে, অজিত কুমার দাস, শরীফ চৌধুরী, সুব্রত হালদার, জুয়েল রায় প্রমুখ।

 

উপজেলা আওয়ামীলীগঃ
ছাতক উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন করেছে। সকালে শহরের মন্ডলীভোগস্থ দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতীকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগের ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। বিকেলে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া পাঠ করেন শহরের কেন্দ্রিয় জামে মসজিদের ইমাম ও খতিব ক্বারী মাওলানা গিয়াস উদ্দিন এবং মাওলানা আলী আজগর খান। পরে উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী। উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আবরু মিয়া তালুকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী।

 

বক্তব্য রাখেন, পৌর মুক্তিযোদ্ধা কমান্ডার অজয় ঘোষ, উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক জয়নাল আবেদীন তালুকদার, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য শাহীন চৌধুরী, কল্যান ব্রত দাস, আফিক আলী, পৌর কাউন্সিলর ধন মিয়া, নোয়ারাই ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডাঃ রেদওয়ানুল হক আরজু, কালারুকা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নূর উদ্দিন, যুবলীগ নেতা দেলোয়ার হোসেন চয়ন, আওয়ামীলীগ নেতা আব্দুস ছাত্তার, পৌর ছাত্রলীগের সভাপতি জামায়েল আহমদ ফরহাদ, ছাতক সরকারী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি রিয়াদ আহমদ চৌধুরী, ছাত্রলীগ নেতা রুবেল তালুকদার জনি, সুব্রত হালদার প্রমুখ।

 

নোয়ারাই ৩নং ওয়ার্ড আওয়ামীলীগঃ
ছাতকের নোয়ারাই ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে নোয়ারাই বাজারে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর কেক কাটেন দলীয় নেতা-কর্মীরা। পরে আওয়ামীলীগ নেতা শিহাব উদ্দিনের সভাপতিত্বে এবং গুলজার আহমদ চৌধুরী শিপু ও হিফজুর রহমান সমরের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু।

 

বক্তব্য রাখেন, ছাতক সিমেন্ট কারখানা সিবিএ সভাপতি খসরুল হক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল কদ্দুছ, মুক্তিযোদ্ধা আলখাছ আলী, সিমেন্ট কারখানা সমবায় সমিতির সেক্রেটারী হাবিবুর রহমান কাজল, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, মফিজ আলী, আলী শাহ, রাজেন্দ্র দাস, বিধান সরকার, আজিজ মিয়া চৌধুরী, আছিম শাহ প্রমুখ।

 

বঙ্গবন্ধু ফাউন্ডেশনঃ
ছাতকে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা ও ছাতক উপজেলা শাখার উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় শহরের পানহাটাস্থ দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কাটেন দলীয় নেতা-কর্মীরা। পরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি শওকত আলী জামিল।

 

ছাতক উপজেলা শাখার সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা নূর উদ্দিন, জেলা শাখার সেক্রেটারী এস এম হারুন অর রশীদ, প্রচার সম্পাদক কয়েছ আহমদ, ত্রান সম্পাদক লিলু মিয়াছাতক উপজেলা শাখার সহ সভাপতি ইউসূফ আলম সুমন। বক্তব্য রাখেন, ফাউন্ডেশন নেতা নাছির উদ্দিন, লেচু মিয়া, আব্দুর রহিম, খলিলুর রহমান, শামীম আহমদ, আব্দুর রউফ, নাজিম উদ্দিন, সুজন মিয়া, শাহজাহান, তোয়েন আহমদ, ইসমাইল সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন ক্বারী রহিম আলী।


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930