সামাদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চা-শ্রমিকদের উপহার প্রদান

প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৩

সামাদ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে চা-শ্রমিকদের উপহার প্রদান
Spread the love

৪০ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সমাজের পিছিয়ে পড়া জনগোষ্টির সার্বিক উন্নয়নে কাজ করার ধারাবাহিকতায় সিলেটের লাক্কাতুরা এলাকার চা শ্রমিকদের নতুন কাপড় ও নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের কর্ণদাররা।সাধারন মানুষের পাশে নিবেদিত প্রাণে সেবা দেয়ার ধারাবাহিকতায় ফাউন্ডেশনের তত্বাবধানে অসহায় অনাথ শিশুদের নিয়ে নানা আয়োজনের পাশাপাশি চা শ্রমিক ও দুঃস্থ মানুষদের সহায়তার হাত বারিয়ে দিয়েছেন তারা।

 

শনিবার ফাউন্ডেশনের উদ্যোগে অনাড়ম্বর আয়োজনে নগরীর লাক্কাতুরা চাবাগান উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্টিত বিতরনী অনুষ্ঠানে কসোবোর রাষ্ট্রদূত গুনিয়ার উড়িয়া স্বপরিবারে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সিলেটের পুলিস পুরপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

 

এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মিসবাহ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে বোষ্টারের প্রধান নির্বাহী রাজিব কুমার রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, সিলেট জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বনিক, গোল্ডেন টি বাংলাদেশের সিইও আলিউর রহমান,উর্ষা সাংস্কৃতিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক নিগাদ সাদিয়াসহ আরও অনেকে।

 

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক চাকা উন্নয়নের দিকে এগিয়ে গেলেও নানা বেড়াজালে উৎপাদন সংশ্লিষ্ট কার্যক্রম অনেকটা শূন্যের কোঠায় নেমে আসায় সমস্যা পড়েছেন নিন্ম আয়ের লোকজন। দেশের ছিন্নমূল জনগোষ্ঠী দৈনন্দিন উপার্জনের ওপর নির্ভর থাকায় দ্রব্যমূল্যের উর্ধ্ধগতিতে চরম বিপাকে দিনানিপাত করছেন তারা। পীড়িত দুঃস্থ মানুষের সেবায় এম এ সামাদ চৌধুরী ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম প্রশংসনীয়। অবহেলিত নিপিড়িত মানুষের কল্যানে এসব কার্যক্রমে সবাইকে সহযোগিতার হাত বাড়ানোর আহব্বান জানান তারা।

 

বিতরণ কার্যক্রম শেষে চা-শ্রমিক পরিবারের সদস্যদের বাড়ি আনন্দ দেয়ার লক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে উর্ষা সাংস্কৃতিক বিদ্যালয়ের তত্বাবধানে চা-শ্রমিকদের সন্তান ও শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের। অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930