বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের বার্ষিক অরণ্য ভ্রমণ ও বনভোজন

প্রকাশিত: ৬:১২ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৩

বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের বার্ষিক অরণ্য ভ্রমণ ও বনভোজন
Spread the love

৩৭ Views

প্রতিনিধি/বাহুবলঃঃ

হবিগঞ্জের বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের আয়োজনে বার্ষিক অরণ্য ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ৭ই মার্চ সকাল সাড়ে ৯ টার দিকে বাহুবল থেকে মৌলভীবাজারের উদ্দেশ্য রওয়ানা দেয়া হয়। দুপুরে কমলগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত বাগান বিলাস রিসোর্টে যাওয়া হয়। সেখান থেকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল লেমন গার্ডেন রিসোর্টে যাওয়া হয়। লেমন গার্ডেন রিসোর্সে বিভিন্ন বন্যপ্রাণী আর প্রাকৃতিক সৌন্দর্য দেখে অতিথিরা মুগ্ধ হন।বিকেলে শ্রীমঙ্গল বধ্যভূমিতে এসে অতিথিদের হাতে উপহার সামগ্রী তুলে দেন নেতৃবৃন্দ।

 

 

“লন্ডন বাংলা নিউজ ডট নেট’র সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

 

 

বাহুবল উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমান মাসুমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এফ আর হারিছের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যাক্তিত্ব ও মিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি নিরঞ্জন সাহা নিরু,মিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ শামীম আহমেদ, উপজেলা সাংবাদিক ফোরামের সাংগঠনিক সম্পাদক ও বাহুবল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ, কেএম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রহমত মুন্না, প্রবাসী এখলাছুর রহমান শান্ত,সদস্য ও যায়যায়দিন পত্রিকার প্রতিনিধি হুমায়ুন কবির, ফোরামের সদস্য ও নতুন কুঁড়ি অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক সাদিকুর রহমান, দৈনিক খোলা চোখের বার্তা সম্পাদক নাজমুল ইসলাম হৃদয়, ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ তুহিন আহমেদ, মিরপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ওয়াহিদ মিয়া, কিশলয় জুনিয়র হাইস্কুলের প্রধান শিক্ষক জামাল আহমেদ শাকিব, রিলেশন এনজিও সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোঃ সিজিল মিয়া, উপজেলা পরিকল্পনা সহকারী আব্দুল হামিদ ( আব্দুল্লাহ) ও মডেল আকতার হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

 

 

 

উপজেলা সাংবাদিক ফোরামের অরণ্য ভ্রমণ ও বার্ষিক বনভোজন অনুষ্ঠানে দৈনিক খোলা চোখ সম্পাদক এস এম টিপু সুলতান জাহাঙ্গীরের সৌজন্য টি শার্ট প্রদান করা হয়। শ্রীমঙ্গল বধ্যভূমিতে অনুষ্ঠান সমাপ্তি করা হয়।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930