সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫০ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে উমরপুর ইউনিয়নে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ । জন্মবার্ষিকী উপলক্ষে ১৭ মার্চ ইউনিয়ন পরিষদের হল রুমে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ সভাপতি গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন সচিব মারুতি নন্দন দাম এর এর পরিচালনায় সকাল ১০ টায় উমরপুর ইউনিয়ন পরিষদের হল রুমে কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়ে।
আলোচনা সভায় বক্তরা বলেন, আজ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ আমরা এ দেশ পেতাম না। শেখ মুজিবের আহ্বানে সাড়া দিয়ে যার কাছে যা আছে তা নিয়ে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। শেখ মুজিবের জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হতে পারতো না। আমরা স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা অর্জন করতে পারতাম না।
বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শ নিয়ে ১১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ও যুক্তরাজ্য লন্ডন শাখার যুব মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, উপজেলার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু চৌধুরী নাজলু।
উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী আলতাফুর রহমান উমরপুর দারুল উলুম মাদ্রাসা মুহতামিম হাফিজ শিহাব উদ্দিন আহমদ, ইউপি সদস্য জুয়েল আহমদ, সৈয়দ মাসুদ আলী, আব্দুল খালিক, রুকন আহমদ চৌধুরী, সোহেল মিয়া, মাহফুজুল হক আখলু, আব্দুল আলীম খোকন, আমিরুল ইসলাম শিকদার, সেলিম আহমদ, রুনা আক্তার চৌধুরী, আশা রানী সূত্রধর, সাবানা বেগম।
উপজেলা আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, উদ্যোক্তা রাজন আহমদ, শামীম আহমদ, সাবেক ইউপি সদস্য সাহিদ মিযা, যুবলীগ নেতা জাকির আহমদ, সাবেক উমরপুর বাজার সেক্রেটারী আহমদ ইছহাক আহমদ শিপন, মিজান আহমদ, উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য মাহবুব চৌধুরী, উমরপুর ইউনিয়ন কৃষি উপ সহকারী কর্মকর্তা তপন দেবনাথ প্রমুখ।