বালাগঞ্জে আপোষ-নিষ্পত্তি বৈঠকে যুবককে ছুরিকাঘাত

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২৩

বালাগঞ্জে আপোষ-নিষ্পত্তি বৈঠকে যুবককে ছুরিকাঘাত
Spread the love

২৪ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের বালাগঞ্জে ড্রেন নির্মাণের জের ধরে সালিশ বৈঠক চলাকালে এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে। বাড়ির সীমানায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের ইব্রাহিম পুর গ্রামে আপোষ নিষ্পত্তির বৈঠক চলাকালে এই ঘটনা ঘটে।

 

এসময় প্রতিপক্ষের উপর্যোপুরি পায়ুপথে ছুরিকাঘাতে গুরুতর আহত হয়েছেন লয়েছ মিয়া (৩৪)। তিনি ওই গ্রামের জহুর আলীর পুত্র। বর্তমানে সিলেট এম এজি ওসমানী হাসপাতালে আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন তিনি।

 

এই ঘটনায় গত১২ মার্চ আহত লয়েছে মিয়ার বড় ভাই সালেহ আহমদ বাদী হয়ে একই গ্রামের মকবুল আলীর পুত্র ময়নুল ইসলামসহ আরো ১০ জনের নাম উল্যেখ পূর্বক অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে বালাগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৪। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত থানা পুলিশ এই ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি।

 

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ইব্রাহিম পুর গ্রামের জহুর আলীর পুত্র লয়েছ মিয়া বাড়ির সীমানায় পানি নিষ্কাশনের ড্রেন নির্মাণকে কেন্দ্র করে প্রতিবেশী মকবুল আলীর পক্ষের লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধটি নিষ্পত্তির লক্ষ্যে পূর্ব নির্ধারিত শুক্রবার (১০মার্চ) গ্রামবাসী এক সালিশ বৈঠকে বসেন। বৈঠকে দেওয়া সিন্ধান্ত অমান্য করে তর্ক-বির্তকে জড়ান মকবুল আলীর পক্ষের লোকজন। একপর্যায়ে বৈঠক থেকে উঠে প্রতিপক্ষ মকবুল আলীর পক্ষের লোকজন লয়েছ মিয়ার পায়ুপথসহ শরীরের বিভিন্ন স্থানে প্রকাশ্যে উপর্যোপুরি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা গুরুতর আহত লয়েছ মিয়াকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় অপ্রীতিকর ঘটনার আশংকা করছেন স্থানীয়রা।

 

এই বিষয়ে বালাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রমা প্রসাদ চক্রবর্তী বলেন,এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। মামলা দায়েরের পর অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930