বঙ্গবন্ধুর জন্ম দিনে শিশুদের উপহার দিলেন সিলেটের পুলিশ সুপার

প্রকাশিত: ৬:১৫ অপরাহ্ণ, মার্চ ১৭, ২০২৩

বঙ্গবন্ধুর জন্ম দিনে শিশুদের উপহার দিলেন সিলেটের পুলিশ সুপার
Spread the love

২৩ Views

জেলা প্রতিনিধিঃঃ
দেশের সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্নে আজীবন সংগ্রাম চালিয়ে যাওয়া বাংলার ইতিহাসের সেই ক্ষনজন্মা মহাপুরুষ বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের উদ্যোগে অনাথ শিশুদের নতুন পোশাক ও উপকৌঢন প্রদান করা হয়েছে।

 

সুষ্ট ব্যবস্থাপনায় শিশুদের জাতির জনকের আদর্শে অনুপ্রাণিত করে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গিকারে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জেলা পুলিশের এ উদ্যোগ বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।“স্মার্ট বাংলাদেশের স্বপ্নে বঙ্গবন্ধুর জন্মদিন,শিশুদের চোখ সমৃদ্ধির স্বপ্নে রঙিন” প্রতিপাদ্যে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী উদ্যাপনকে ঘিরে সিলেটের সরকারী শিশু পরিবারে সভা, দোয়া মাহফিল শিশুদের উপহার বিতরণ করা হয়েছে।শুক্রবার নগরীর বাগবাড়িস্থ শিশু পরিবারের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজসেবা অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক নিবাস চন্দ্র সরকার।

 

প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। বক্তারা বলেন,শিশুদের নিয়ে বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন তাদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করতেন । দেশ ও বাঙ্গালি জাতির জন্য বঙ্গবন্ধুর আত্মদানের বিষয়ে শিশুরাসহ নতুন প্রজন্মকে জানাতে পারলে শিশু দিবসের প্রকৃত স্বার্থকতা আসবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে শিশুদের সোনার মানুষ হিসাবে গড়ে তুলার বিকল্প নেই। দেশের সার্বিক অগ্রগতি ও শিশুদের কল্যানে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহব্বান জানান তারা।

 

বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা শিমুল,শেখ মোহাম্মদ সেলিম,জেলা পুলিশের মিডিয়া অফিসার শ্যামল বনিকসহ আরও অনেকে। সভা শেষে পুলিশ সুপারের ব্যাক্তিগত তহবিল থেকে শিশু পরিবারে বসবাসকারী শিশুদের নতুন পোশাক, চকলেটসহ বিভন্ন উপহার প্রদান করেন অতিথিরা।

 

এসময় শিশু পরিবারের বাসিন্দা শাকিল আহমদ সদ্য বাংলাদেশ পুলিশ বাহীনিতে কনষ্টেবল পদে এতিম কৌটায় চাকুরী পাওয়ায় সুষ্ট নিয়োগ প্রক্রিয়া সম্পন্নের অবদানে সমাজ সেবা অধিদপ্তরের পক্ষ থেকে পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930