বিশ্বনাথে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২৩

বিশ্বনাথে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন
Spread the love

৪১ Views

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
নানান আয়োজনে যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।

 

দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পালন করা হয় বিভিন্ন কর্মসূচি।

 

শুক্রবার (১৭ মার্চ) সকাল ১০টায় উপজেলা পরিষম কমপ্লেক্সে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিসসহ বিভিন্ন সংগঠন। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

 

র‌্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সকাল ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য এস এম নুুনু মিয়া।

 

প্রধান অতিথির বক্তব্যে নুনু মিয়া বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও সামাজিক জীবনের বিভিন্ন দিক আলোচনা করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে হবে। বঙ্গবন্ধুর আর্দশ বুকে লালন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যেতে হবে আমাদেরকে।

 

সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভ‚মি) আসমা জাহান সরকার, থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সস্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ছয়ফুল হক। সভা শেষে দুপুর ১২টায় শিশু-কিশোরদের নিয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর কেক কাটা হয়।

 

এরপর দিবস উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘রচনা ও চিত্রাঙ্কন’ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নেতৃবৃন্দ।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930