সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, মার্চ ২৮, ২০২৩
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জে গরুকে ঘাস খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির নাম- শুক্কুর আলী (৪৫)। তিনি জেলার সদর উপজেলার সুরমা ইউনিয়নের মুসলিমপুর গ্রামের বাসিন্দা। আজ মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দুপুরের সদর উপজেলার মুসলিমপুর স’মিল এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে- মঙ্গলবার দুপুরে জেলার সদরের মুসলিমপুর গ্রামের হাওরের কৃষক শুক্কুর আলী তার গরুকে ঘাস খাওয়ানোর সময় একই গ্রামের কৃষক নায়েব আলী এসে নিষেধ করে। এনিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যয়ে হাতাহাতি হয়। তারই জের ধরে নায়েব আলীর লোকজন এসে শুক্কর আলীর ওপর হামলা চালায়। এঘটনায় শুক্কুর আলী গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করে।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ সদর থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন- সংঘর্ষের ঘটনায় ১জনের মৃত্যুর পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবং সংঘর্ষের ঘটনার সাথে জড়িতদেরকে গ্রেফতারের জন্য অভিযান চলছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |