সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মোট ৩ লাখ ৪ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩১ মার্চ শুক্রবার ও ১ এপ্রিল শনিবার জগন্নাথপুর পৌর সদর বাজার, উপজেলার মিরপুর, আশারকান্দি, রাণীগঞ্জ, পাটলি ও কলকলিয়া ইউনিয়ন এলাকায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযান পরিচালনা করা হয়। নিয়মিতভাবে বাজার মনিটরিং এর অংশ হিসেবে অভিযানকালে তফসিলভুক্ত সংশ্লিষ্ট আইনের অধীনে অভিযুক্ত অর্ধশতাধিক প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৩ লাখ ৪ হাজার ৯৫০ টাকা আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সাজেদুল ইসলাম জানান, তাৎক্ষণিক অপরাধ আমলে নিয়ে ও দন্ড আরোপ করে জননিরাপত্তা বিধান এবং আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |