সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৮ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশায় বিভিন্ন হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক(পূর্বাঞ্চল) এস এম শহিদুল ইসলাম ।
শনিবার সকাল ১০ টা থেকে দুপুর দুইটা ত্রিশ মিনিট পর্যন্ত উপজেলার জয়শ্রী ইউনিয়ন ও সুখাইড় রাজাপুর দক্ষিণ, সুখাইড় রাজাপুর উত্তর ইউনিয়নের চন্দ্রসোনার থাল হাওর, সোনামোড়ল,,ঘুরমা,জয়ধুনা হাওরের মোট ১৫ টি প্রকল্পের ফসল রক্ষা বাঁধের কাজ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সিলেট , খুশি মোহন সরকার, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, প্রবীর কুমার গোস্বামী, সুনামগঞ্জ জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার, ধর্মপাশা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী (এসও) জাহাঙ্গীর আলম, পিআইসির সভাপতি ও সদস্য সচিব বৃন্দ।
এসময় পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক (পূর্বঞ্চল) বলেন, ধর্মপাশায় বাঁধের কাজ সুন্দর হয়েছে,তবে সোনালী ফসল ঘরে উঠা না পর্যন্ত পিআইসিদের বাঁধের নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করতে হবে। এবং পোরু কাজ পিআইসিদের নীতিমালা মোতাবেক সমাপ্ত করার হয়েছে বলে সন্তুষ্টি প্রকাশ করেন। তিনি আরো বলেন, পানি উন্নয়ন বোডের সকল কর্মকর্তা, প্রশাসনের লোকজন, জনপ্রতিনিধি গন, সাংবাদিক বৃন্দ, পিআইসির লোকজন অক্লান্ত পরিশ্রমের ফলে বাঁধের কাজ প্রায় শেষ হয়েছে। ঘাস লাগানোর কাজ ও শেষ হয়েছে।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |