সিলেট ২রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০০ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২৩
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা লায়েক মিয়া হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্টে এ মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ছাতক উপজেলা ও পৌরবাসীর ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে শ’ শ’ মানুষের সাথে প্লে-কার্ড হাতে নিয়ে পিতার হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধনে অংশ নিয়েছে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত যুবলীগ নেতা লায়েক মিয়ার দু’ শিশু পুত্র, ভাই ও স্বজনরা।
এ ছাড়া এলাকাবাসী, যুবলীগ, এক্স-ক্যাডেট সহ বিভিন্ন নামে ব্যানার ও প্লে-কার্ড নিয়ে মানববন্ধনে অংশ নিয়েছেন সর্বস্থরের মানুষ। মানববন্ধন চলাকালে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য আজমল হোসেন সজলের পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার মেয়র আবুল কালাম চৌধুরী, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক শামীম আহমদ চৌধুরী, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, আওয়ামীলীগ নেতা আলহাজ্ব জয়নাল আবেদীন তালুকদার, ইউপি চেয়ারম্যান দেওয়ান পীর আব্দুল খালিক রাজা, সাহাবুদ্দিন সাহেল, সাইফুল ইসলাম, আবুল হোসেন, প্রভাষক জহিরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, পৌর কাউন্সিলর ইরাজ মিয়া, হাজী নাজিমুল হক, উপজেলা ক্রিড়া সংস্থার সেক্রেটারী লাল মিয়া, আওয়ামীলীগ নেতা হাজী আবুল হায়াত, দেওয়ান আবুল কালাম মাষ্টার, নিহতের ভাই আজিজুল ইসলাম রুমন, স্থানীয় হাজী নিজাম উদ্দিন, কামাল হোসেন, এক্স ক্যাডেট হোসেন আহমদ, স্থানীয় আরব আলী প্রমূখ।
মানববন্ধনে স্বেচ্ছাসেবলীগের কেন্দ্রিয় কার্য নির্বাহী কমটিরি সদস্য, সুনামগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত নেতা শাহীন আহমদ চৌধুরী, ছাতক লাইমষ্টোন ইম্পোটার্স এন্ড সাপ্লায়ার গ্রুপের প্রেসিডেন্ট আহমদ শাখাওয়াত সেলিম চৌধুরী, পৌর কাউন্সিলর হাজী ছালেক মিয়া, শফিকুল ইসলাম, সাবেক কাউন্সিলর মাসুক মিয়া, স্থানীয় শরীফ আলম, মুহিবুর রহমান, সামিউল হক সানি, আব্দুস ছাত্তার, রাহিম আলী, জাহির মিয়া, হাজী রুস্তুম উদ্দিন, আনোয়ার খান, নিজাম মিয়া, আরজ মিয়া সহ আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | 3 | 4 | |||
5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
26 | 27 | 28 | 29 | 30 |