সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১৬ অপরাহ্ণ, মে ৮, ২০২৩
লন্ডন বাংলা ডেস্কঃঃ
হবিগঞ্জের বানিয়াচংয়ে আনোয়ারা বেগম (৭৩) নামে এক বৃদ্ধার রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার ভোর ৫টায় নিজ বাড়ি থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা উপজেলার মজিলশপুর গ্রামের মৃত তাজ্জুল খাঁর স্ত্রী এবং ১নং ইউপির গ্রামপুলিশ আম্বিয়া বেগমের মা। এই রহস্যজনক মৃত্যু নিয়ে এলাকায় সৃষ্টি হয়েছে ধূম্রজাল।
গ্রাম পুলিশ আম্বিয়া বেগম জানান, তার মা রাত ৩টায় প্রাকৃতিক ডাকে সাড়া দিতে বাইরে যান। ঘণ্টাখানেক পরও ঘরে না আসায় তিনি বের হয়ে দেখেন রক্তমাখা অবস্থায় তার মা পড়ে আছেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।
বানিয়াচং থানার ওসি অজয় চন্দ্র দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর ৫টায় লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। অধিকতর তদন্ত শেষে মৃত্যুর রহস্য উদ্ঘাটন করা হবে।