সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, মে ২২, ২০২৩
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রনালয়” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমিসেবা সপ্তাহ উদ্বোধন হয়েছে। ২২ মে সোমবার ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ভূমি অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, সচেতনতামূলক সভা সহ দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম।
বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আবুল হোসেন লালন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, উপজেলার কলকলিয়া ইউপি চেয়ারম্যান রফিক মিয়া, পাটলি ইউপি চেয়ারম্যান আংগুর মিয়া, চিলাউড়া-হলদিপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, আশারকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব খান, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান মখলিছ মিয়া, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শামসুদ্দিন কামালী, বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি আবদুল কাইয়ূম মশাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা কাওসার আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মানিক চন্দ্র দাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা একামেডিক সুপার ভাইজার অরূপ কুমার রায়, সাংবাদিক আবদুল হাই, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো.শাহজাহান মিয়া প্রমূখ।
এর আগে একই মঞ্চে উপজেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। এতে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ডা.শায়খুল ইসলাম সহ অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়া মাসিক সমন্বয় সভা ও মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এ সকল সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম। এসব পৃথক সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক, জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।