সিলেট ১০ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২১ অপরাহ্ণ, মে ২২, ২০২৩
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের এক আংশের নেতা করর্মীদের উদ্যোগে সোমবার বিকালে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কর্তৃক প্রকাশ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।এসময় বিক্ষুদ্ধ আওয়ামীলীগের নেতাকর্মীরা, বিএনপির এই নেতার বিরুদ্ধে দ্রুত আইনি ব্যাবস্থা নেয়ার দাবি জানিয়ে শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ করেন।
বিক্ষোভ মিছিলটি বঙ্গবন্ধু চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শামিম আহমেদ মুরাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সাবেক চেয়ারম্যান সেলিম আহমেদ, গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাইকুরাটি ইউনিয়নে আওয়ামীলীগের নৌকার মনোনীত চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা এম এম এ রেজা পহেল, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের আওয়ামিলীগ মনোনিত নৌকার চেয়ারম্যান সেলিম রেজা চৌধুরী, ধর্মপাশা সদর ইউনিয়ন আওয়ামিলীগের সাধারন সম্পাদক শাহ আলি আকবর, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান উজ্জ্বল, উপজেলা যুবলীগের সহ সভাপতি এম আর খান পাঠান, দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলামীন খান প্রমুখ।