সিলেট-ছাতক রেল লাইন সংস্কারে ছাতকে আইআইএফসি’মতবিনিময় সভা

প্রকাশিত: ৭:২৪ অপরাহ্ণ, মে ২৫, ২০২৩

সিলেট-ছাতক রেল লাইন সংস্কারে ছাতকে আইআইএফসি’মতবিনিময় সভা
Spread the love

১০ Views

প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে অর্থমন্ত্রনালয়ের অধীনস্থ পরামর্শক প্রতিষ্ঠান ইনফ্রাসট্রাকচার ইনভেষ্টমেন্ট ফ্যাসিলেশন কোম্পানী(আইআইএফসি)’র উদ্যোগে বিগত বন্যায় ক্ষতিগ্রস্থ রেলওয়ের সিলেট-ছাতক বাজার সেকশন সংস্কারের জন্য সম্ভাব্যতা যাচাই ও পরিবেশগত প্রভাব মূল্যায়ন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি’র অর্থায়নে রেলওয়ের সংস্কার কাজ হওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার বিকেলে ছাতক সদর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

 

 

 

সভায় ছাতকের অত্যন্ত জনগুরুত্বপূর্ন ও পুরাতন রেল লাইন সংস্কার এবং সময় উপযোগী আধুনিক ব্যবস্থাপনায় রেল চালুর পক্ষে ইতিবাচক বক্তব্য তুলে ধরেন বক্তারা। বন্যায় লন্ডভন্ড ছাতক-সিলেট রেল লাইন দ্রুত সময়ের মধ্য সংস্কার ও মেরামত করে রেল চলাচল স্বাভাবিক রাখার দাবী জানান বক্তারা। ছাতকের হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালারুকা-কাজীহাটা সড়কের রেল ক্রসিংয়ে একটি সিগনাল স্থাপনের দাবীও রাখেন তারা। ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সচিব আব্দুস সবুরের পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, আইআইএফসি’র পরিবেশ বিশেষজ্ঞ সাইফুল ইসলাম ইমরান।

 

 

 

 

বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ইউপি সদস্য সমরুজ আলী, আশিকুল ইসলাম, মল্লিকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নন্দিতা কর, আওয়ামীলীগ নেতা কামাল উদ্দিন, নোয়াব আলী প্রমূখ। সভায় ছাতক প্রেসক্লাবের সদস্য আমিনুল ইসলাম আজির, ইউপি সদস্য আব্দুস সহিদ, আলী হোসেন, দুলার সরকার, খয়রু আহমদ, আলী হোসেন, সাবেক ইউপি সদস্য নূরুল হক, ইউপি সদস্যা আফিয়া বেগম, আওয়ামীলীগ নেতা নাজিম উদ্দিন, জিল্লুর রহমান, সাদিকুর রহমান, রফিক আলী, রশিদুল রহমান, রফিক আলী, ফরিদ আহমদ, ফায়েজ আলী, জামাল আহমদ প্রমূখ উপস্থিত ছিলেন।

 


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930