সিলেট ৭ই জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ | ২৩শে আষাঢ়, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, মার্চ ২০, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের খাদিপুর বাজার (নিউমার্কেট) পরিচালনা কমিটিতে ব্যবসায়ীদের বদলে বিল্ডিং এর মালিকদের অগ্রাধিকার দিয়ে কমিটি গঠনের পায়তারা করা হচ্ছে। যা স্থানীয় ব্যবসায়ীদের মনে ক্ষোভ বিরাজ করছে। তাই এই কমিটি অনুমোদন না দিয়ে বাতিল চেয়ে খাদিমপুর নিউমার্কেটের ২১ জন ব্যবসায়ী স্বাক্ষরিত উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান বরাবর লিখিত আবেদন দিয়েছেন। গত বৃহস্পতিবার উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান বরারবর এ লিখিত আবেদন দেন স্থানীয় খাদিমপুর বাজারের ব্যবসায়ীরা। এছাড়া কমিটিতে অনেক প্রকৃত ব্যবসায়ীদের বাদ দিয়ে কমিটি গঠন করার পায়তারা করা হচ্ছে । তাই স্থানীয় ব্যবসায়ীদের মনে ক্ষোভ বিরাজ করছে।
লিখিত আবেদন সূত্রে জানা গেছে, দির্ঘ দিন ধরে খাদিমপুর এ ব্যবসা প্রতিষ্টান পরিচালনা করে আসছেন স্থানীয় ব্যবসায়ীরা। ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এবং বাজারের শৃঙ্খলার স্বার্থে বাজার কমিটি গঠনের উদ্যেগ নেন স্থানীয় ব্যবসায়ীরা। কমিঠি গঠন উপলক্ষে ১৪ মার্চ স্থানীয় মুরব্বি হাজি ফারুফ মিয়ার সভাপতিত্বে সভারও আয়োজন করা হয়। কমিঠি গঠনের সময় বাজারের একাধিক বিল্ডিং এর মালিক যাদের কোন ব্যবসা প্রতিষ্ঠান নেই তারাও বাজার পরিচালনা কমিটিতে স্থান পান। আর যারা পকৃত ব্যবসায়ী তারা বাদ পরেন। যা ব্যবসায়ীদের বিধি মোতাবেক গ্রহন যোগ্য নয় বলে দাবি করেন ব্যবসায়ীরা। তাই তারা উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ার উপস্তিততে এই কমিটির অনোমোদন না দিয়ে নির্বাচনের মাধ্যমে ব্যবসায়ীদের নিয়ে নতুন একটি বাজার পরিচালনা কমিটি গঠনের জন্য আবেদন জানান।
ব্যবসায়ী তওরুছ আলী বলেন, স্থানীয় ব্যবসায়ীদের অনুরুধে আমি প্রার্থী হতে চেয়েচিলাম কিন্তু আমার বিল্ডনং না থাকায় আমি প্রার্থী হতে পারি নি।
এ ব্যপারে খাদিমপুর বাজারের ব্যবসায়ী নানু মিয়া বলেন, এর আগেও খাদিমপুর বাজার পরিচালনা কমিটি ছিলো। যার মেয়াদ শেষ হওয়ার পর নতুন কমিটি গঠন করার জন্য উদ্যোগ নেন ব্যাবসায়ীরা। কিন্তু সেখানে ব্যবাসয়ীদের অগ্রাধিকার না দিয়ে বিল্ডিংএর মালিকদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। তাই সভায় রেজুলেশনর লেখা এমন ভাবে পড়ে শুনানো হয়েছে যা প্রার্থী হতে ইচ্চুক তারাও বাদ পরেন। যার কারনে ব্যবসায়ীদের মনে ক্ষোভ বিরাজ করছে। নতুন করে ব্যবসায়ীদরে নিয়ে একটি কমিটি গঠন করার জন্য আমরা স্থানীয় ব্যবসায়ীরা ইউনিয়ন চেয়ারম্যান বরাবর আবেদন করেছি।
এ ব্যপারে উমরপুর ইউনিয়ন চেয়ারম্যান গোলাম কিবরিয়ো বলেন, আমি ব্যবসায়ীদরে লিখিত আবেদন পেয়েছি এবং ব্যবসায়ীদরে সমঝতার আন্তরিকার মাধ্যমে কমিঠি গঠনের জন্য বলা হয়েছে। যতি সমঝতা না হয় তাহলে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে। আমরা আশা করবো ব্যবসায়ীরা সমাঝতার মাধ্যমে কমিঠি গঠন করবেন।