জেলা প্রতিনিধিঃঃ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নে এক মুক্তিযোদ্ধার লাশ উদ্ধার করছে পুলিশ। ১৯ মার্চ বৃহস্পতিবার রাত ৮টায় বিলেরপার গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, হাজীপুর ইউনিয়নের বিলেরপার গ্রামের প্রয়াত মুক্তিযোদ্ধা ইয়ামিছ আলীর স্বামী পরিত্যক্তা মেয়ে লিপি বেগম(২৫) দিনের কোন এক সময়ে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে গলায় ফাস লাগিয়ে আত্মহত্যা করেন। ঘটনার সময় বাড়িতে কোন লোকজন ছিলেন না। সন্ধ্যায় লোকজন বাড়ি ফিরে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে লিপির ঝুলন্ত লাশ দেখতে পান।
হাজীপুর ইউপি চেয়ারম্যান অাব্দুল বাছিত জানান, সন্ধায় পরিবারের লোকজন মেয়েটির মৃত্যুর খবর জানান। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবগত করা হয়। কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা না অাত্মহত্যা তদন্ত চলছে।