সিলেট ২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩
সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের প্রবীণ মুরব্বি ও প্রবাসী কমিউনিটি ব্যক্তি যুক্তরাজ্য প্রবাসী হাজি আবদুল বারি আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিখুন।
বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যের নর্দাম্পটন জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৭ টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। বুধবার নর্দাম্পটন আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদে বাদ জোহর জানাজার নামাজ শেষে নর্থাম্পটন টোস্টার সেমিটারীতে তাঁকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়- স্বজনগুণগ্রাহী রেখে যান। মরহুমের রুহের মাগফেরাতের জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দু’আহ চেয়েছেন তাহার পরিবার।
উল্লেখ্য, ১৯৬৩ সালে ১৬ বছর বয়সে আব্দুল বারী আলী ব্রিটেনে গিয়েছিলেন। ইংল্যান্ডের নর্থাম্পটন শায়ার’ল সোসাইটির প্রেসিডেন্ট ও নর্থাম্পটন বাংলাদেশী এসোসিয়েশনের সেক্রেটারী সলিসিটর জাবির মিয়া জেপির বাবা তিনি।
বিজ্ঞপ্তি