ধর্মপাশা ও জামালগঞ্জে জনসংযোগ করেন- বিনয় ভূষন তালুকদার ভানু

প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

ধর্মপাশা ও জামালগঞ্জে জনসংযোগ করেন- বিনয় ভূষন তালুকদার ভানু

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

সুনামগঞ্জের ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত জয়শ্রী বাজার, রাজাপুর বাজার, বেহেলী, লক্ষীপুর,লালপুর,গজারিয়া, ফেনারবাগ,ছোহারা, কান্দাপাড়া বাজারে বর্তমান সরকারের উন্নয়ন প্রচারনায় জনসংযোগ করে জনগনের সামনে তুলে ধরে বলেন ‘শেখ হাসিনা সরকার বারবার দরকার, উন্নয়ন মূলক লিফল বিতরণ ও জনসংযোগ করেন ক্লিন ইমেজের সৎ জনপ্রিয় নেতা সুনামগঞ্জ –১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাসী, সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষন তালুকদার ভানু।

 

এসময় উপস্থিত জনগনকে সুনামগঞ্জ -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাসী সাবেক যুগ্ম সচিব ও বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য বিনয় ভূষন তালুকদার ভানু বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ড জনগণের সামনে তুলে ধরেন, আগামীতেও জননেত্রী শেখ হাসিনাকে প্রধান মন্ত্রী বানানোর জন্য আমাদের ঐক্য বদ্ধ হয়ে কাজ করতে হবে, সরকারের উন্নয়ন মূলক প্রচারনায় জন সংযোগ করেন তিনি।

 

এসময় সাথে ছিলেন, জামালগঞ্জের বেহেলী ইউনিয়ন আওয়ামিলীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিদ, সেচ্ছাসেবকলীগের সভাপতি ইমরুল কায়েস,ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সদস্য বিকাশ রঞ্জন তালুকদার,সেলবরষ ইউনিয়ন আওয়ামিলীগের এক আংশের সভাপতি তরিকুল ইসলাম, ধর্মপাশা উপজেলা যুবলীগের সাবেক নেতা চয়ন তালুকদার, চন্দন তালুকদার জয়শ্রী ইউনিয়ন যুবলীগের সভাপতি গোতম সরকার প্রমুখ।

 

এছাড়াও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মী বৃন্দ ও স্থানীয় গণ্য মান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

June 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30