সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৫ অপরাহ্ণ, মার্চ ২১, ২০২০
প্রতিনিধি/ জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ৯নং ওয়ার্ড বাসীর উদ্যোগে নলুয়ার হাওরে ৩৪ লাখ টাকা ব্যয়ে ব্যক্তি উদ্যোগে এক কিলোমিটার পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।
২১ মার্চ শনিবার সরজমিনে দেখা যায়, পাকা রাস্তার ঢালাই কাজ চলছে। এ সময় সাবেক পৌর কমিশনার লুৎফুর রহমান, সাবেক পৌর কমিশনার লালন মিয়া, সমাজকর্মী নুরুল ইসলাম, হাবিবুর রহমান পাখি সহ
স্থানীয়রা জানান, নলুয়ার হাওর থেকে বৈশাখ মাসে বোরো ধান বাড়িতে আনতে হলে আটারো নাম-ত্রিশনাম নামক এ রাস্তার বিকল্প নেই। এ রাস্তা দিয়ে অত্র অঞ্চলের কৃষকরা ধান গোলায় তুলে থাকেন। যে কারণে রাস্তাটি অতীব জরুরী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার দাবি করে আসলেও কোন কাজ হয়নি। অবশেষে আমাদের ব্যক্তি উদ্যোগে ওয়ার্ড বাসী ও প্রবাসীদের অনুদানে এবং রাস্তার পাশে থাকা খালের মাছ বিক্রি করে টাকা জোগার করে ধাপে ধাপে এ রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। এখানে মোট ৪ কিলোমিটার রাস্তা রয়েছে। এর মধ্যে আমরা গত ৪ বছরে কিছু ও এবার সাড়ে ৮শ ফুট সহ মোট এক কিলোমিটার রাস্তা পাকা করেছি। এতে মোট ৩৪ লাখ টাকা ব্যয় হয়েছে। এছাড়া স্বেচ্ছায় অনেক মানুষ শ্রম দিয়ে সহযোগিতা করছেন।
তবে বাকি ৩ কিলোমিটার রাস্তা সরকারি ভাবে নির্মাণ করার জন্য তাঁরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান। এ রাস্তা নির্মাণের ঠিকাদার আবিদ আলী বলেন, ব্যক্তি উদ্যোগে এতো বড় উন্নয়ন খুব কম হয়ে থাকে। যে কারণে আমরা আন্তরিক ভাবে ভালো কাজ করছি।