র‌্যাবের অভিযানে হবিগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৪:১৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৩

র‌্যাবের অভিযানে হবিগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Spread the love

২৫ Views

প্রতিনিধি/নবীগঞ্জঃঃ

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভুমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৯ সিলেট এর অভিযানে হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন এলাকা থেকে ৭০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

 

 

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল ১৮ আগস্ট ২০২৩ ইং তারিখ সন্ধ্যায় হবিগঞ্জ জেলার মাধবপুর থানাধীন খোয়াবই এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।

 

 

গ্রেফতারকৃত ব্যক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানাধীন কেনদায় মৌলভীপাড়া এলাকার বাসিন্দা মোঃ সালাউদ্দিন এর পুত্র মোঃ আল-আমিন শীল (৩০)। মাদকের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন- ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আসামী ও জব্দকৃত আলামত হবিগঞ্জ জেলার মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


Spread the love

Follow us

আর্কাইভ

October 2023
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031