সিলেট ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৩৩ পূর্বাহ্ণ, মার্চ ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বিশ্ব পানি দিবস আজ। পানির গুরুত্বকে তুলে ধরতে জাতিসংঘ কর্তৃক ২২ মার্চে দিবসটি পালন করা হয়। ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ সভা এ দিনটিকে বিশ্ব পানি দিবস হিসেবে ঘোষণা করে।
১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে জাতিসংঘ পরিবেশ ও উন্নয়ন সম্মেলনের (ইউএনসিইডি) এজেন্ডা ২১-এ প্রথম বিশ্ব পানি দিবস পালনের আনুষ্ঠানিক প্রস্তাব উত্থাপিত হয়। ১৯৯৩ সালে প্রথম দিবসটি পালিত হয়।
জাতিসংঘের সদস্য দেশগুলো এ দিনটিকে নিজ নিজ রাষ্ট্রসীমার মধ্যে জাতিসংঘের জলসম্পদ-সংক্রান্ত সুপারিশ ও উন্নয়ন প্রস্তাবগুলোর প্রতি মনোনিবেশ করে। প্রতিবছর বিশ্ব পানি দিবস উপলক্ষে জাতিসংঘের বিভিন্ন সংস্থা বিশেষ কর্মসূচি পালন করে থাকে।