ঢাকায় ডিবির হাতে আটক হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গউছ

প্রকাশিত: ২:৩৪ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৩

ঢাকায় ডিবির হাতে আটক হবিগঞ্জের সাবেক মেয়র জি কে গউছ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

কেন্দ্রীয় বিএনপির সমবায় বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হবিগঞ্জ পৌরসভার সাবেক পদত্যাগকারী মেয়র জি কে গউছকে ঢাকার কাকরাইল থেকে আটক করেছে ডিবি পুলিশ। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে আটকের বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

 

 

মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ঢাকার কাকরাইল এলাকা থেকে সাদা পোশাকধারী একদল ডিবি পুলিশ তাকে গাড়িতে তুলে নিয়ে যায়। দলীয় সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট বিএনপির পদযাত্রা কর্মসূচি ছিল। এ সময় হবিগঞ্জ শহরে পুলিশের সঙ্গে দলীয় নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। দফায় দফায় সংঘর্ষে গুলিবিদ্ধসহ শতাধিক নেতাকর্মী আহত হন।

 

 

সংঘর্ষে আহত হন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য। এ ঘটনায় ২১ আগস্ট পুলিশ বাদী হয়ে ৭শ বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় পুলিশ অ্যাসল্ট এবং বিস্ফোরক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে আগাম জামিন নিতে ঢাকায় যান। মঙ্গলবার উচ্চ আদালতে দুইটি মামলায় জামিন পান।

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031