সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:০৫ অপরাহ্ণ, মার্চ ২২, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
বাংলাদেশে আরও তিনজনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ হয়েছে বলে জানিয়েছে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এ নিয়ে দেশে এ ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২৭ জন।
আজ রোববার বিকেলে মহাখালীতে করোনাভাইরাস সম্পর্কিত আইইডিসিআরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে দুজন বিদেশ থেকে এসেছেন। বাকি একজন আগের একজন রোগীর কাছ থেকে সংক্রমিত হয়েছেন। এই তিনজনের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এদের মধ্যে একজনের বয়স চল্লিশের ঘরে, একজন ত্রিশ ও আরেকজনের বয়স বিশের ঘরে। তাদের সবার শরীরে করোনাভাইরাসের মৃদু লক্ষণ রয়েছে।