যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ‌দুই সন্তানসহ নিহত এক বাংলাদেশী

প্রকাশিত: ৪:০৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১১, ২০২৩

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় ‌দুই সন্তানসহ নিহত এক বাংলাদেশী
Spread the love

১৭ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় দুই শিশু সন্তানসহ এক প্রবাসী ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। শুক্রবার স্থানীয় সময় বিকেলে দেশটির লেস্টার সিটির হিংলি এলাকায় লরির ধাক্কায় প্রাইভেটকার দুমড়ে-মুচড়ে এ হতাহতের ঘটনা ঘটে। স্থানীয় গোয়েন্দা সংস্থার বরাতে সেখানকার গণমাধ্যম এ খবর নিশ্চিত করেছে।

 

 

নিহতরা হলেন- আলমগীর হোসেন সাজু (৩০), তার দুই সন্তান জাকির হোসেন (৯) ও মাইরা হোসেন (৪)। তাদের গ্রামের বাড়ি নবীগঞ্জ উপজেলার কল্যাণপুর গ্রামে। আর যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের নিকটবর্তী ওয়ালসালের প্লেক শেরিডান স্ট্রিটে তারা বসবাস করতো বলে জানা গেছে। যুক্তরাজ্যের গণমাধ্যম জানায়, আলমগীর হোসেন সাজু সপরিবারে একদিনের সফরে বার্মিংহাম থেকে লেস্টারে গিয়েছিলেন। ফেরার পথে তাদের বহনকারী বিএমডবিøউ কারটিকে একটি লরি ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই সাজু ও তার ছেলে জাকির নিহত হন।

 

 

হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় মাইরা হোসেনের। এছাড়া ওই প্রবাসীর স্ত্রী সেখানকার একটি হাসপাতালে আইসিইউতে রয়েছেন। যুক্তরাজ্যে বসবাসরত হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নূর উদ্দিন চৌধুরী বুলবুল জানান, আলমগীর হোসেন সাজু বার্মিংহামের একজন ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব। তাদের মৃত্যুতে এশীয় কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

September 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
252627282930