সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৩
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার তেরহাতি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের তেরহাতি গ্রামে ‘পাল কুঠিরে’ ১৮ তম বর্ষে দুর্গা পূজা উদযাপনের লক্ষে আয়োজিত এক সভায় নব-গঠিত কমিটি গঠন করা হয়। সভায় শাওন কান্তি পালকে সভাপতি ও রনিক পালকে সাধারণ সম্পাদক ও মান্না লাল দেব নিপ্পনকে কোষাধক্ষ্য করে ৪৯ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়।
নব-গঠিত তেরহাতি সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের অন্যান্যরা হলেন, সহ-সভাপতি ঝুমুর দাশ, টিটু দেব, সুমন দাশ, সহ-সাধারণ সম্পাদক রাজন দেব, লিমন দে, প্রান্ত ধর, নয়ন দেব, সাংগঠনিক সম্পাদক মিকন চন্দ্র দাশ, সহ-সাংগঠনিক সম্পাদক রাজন দাশ, বিভুল দাশ, সহ-কোষাধক্ষ্য অলক ধর, নিক্কন সূত্রধর নিলয়, দপ্তর সম্পাদক মঞ্জু পাল, সহ- দপ্তর সম্পাদক চয়ন দাশ, সৌরভ দাশ, লিঠন দাশ, আইন বিষয়ক-সম্পাদক, আকাশ দেব, সহ-আইন বিয়ষক সম্পাদক অন্তর দেব সাগর, গোপাল দাশ, কিশোর দাশ, প্রচার সম্পাদক বাপ্পন দেব, সহ-প্রচার সম্পাদক সাগর মালাকার, বিপ্লব দাশ , সজিব দাশ, ব্যবস্থাপনা সম্পাদক গবিন্দ দাশ, সহ-ব্যবস্থাপনা সম্পাদক শুভ দেব, দূর্জয় পাল, শান্ত দেব, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক সজীব দেব, সহ-গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইমন দাশ, শিপন দেব, বাপ্পী মালাকার, সাংস্কৃতিক সম্পাদক অভিষেক দাশ জীবন, সহ-সাংস্কৃতিক সম্পাদক মুন্না দেব, বিশ্ব দেব, সাজসজ্জা সম্পাদক রুদ্র দাশ, সহ-সাজ সজ্জা সম্পাদক হুদয় দাশ পাপ্পু, নিলয় পাল, আপ্যায়ন সম্পাদক শ্রেষ্ঠ দেব, সহ-আপ্যায়ন সম্পাদক অয়ন দাশ, শুভ্র দেব, ঋতেশ ধর, মিঠন দেব, আপন দেব, দেব চৌধুরী, মহিলা সম্পাদিকা কলি রানী দাশ।
উলেখ্য, আগামী ২০ অক্টোবর থেকে ২৪ অক্টোবর সারা দেশে ৫ দিন ব্যাপী সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গা উৎসব অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় তেরহাতি গ্রামবাসীর উদ্যোগে তেরহাতি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠান মালার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনার আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রতিটি পর্বে সকল সনাতনীদের অংশ গ্রহন করার জন্য বিনিত আহবান জানিয়েছেন, তেরহাতি সার্বজনীন দুর্গা পূজা উদযাপন পরিষদের সভাপতি শাওন কান্তি পাল ও সাধারণ সম্পাদক রনিক পাল।