প্রতিনিধিবিশ্বনাথঃঃ
নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে বিশ্বনাথ উপজেলায় আগামীকাল (২৩ মার্চ) সোমবার সন্ধ্যার পর থেকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দিয়েছে উপজেলা প্রশাসন। খোলা রাখতে বলা হয়েছে কেবল ঔষধ, কাঁচামাল, মুদি দোকান ও রেস্তোরা। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত)মো. কামরুজ্জামান।
তিনি বলেন, বিষয়টি ইতিমধ্যে ব্যবসায়ীদের অবহিত করা হয়েছে। নোটিশের মাধ্যমে সোমবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। তিনি আরো জানান, সব ধরনের গণজমায়েতর স্থান, বিয়ে, মাহফিল, রাজনৈতিক সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান বন্ধ থাকবে। নিষেধাজ্ঞা দেয়া হয়েছে গণপরিবহন চলাচলেও।