সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেছেন ওসমানীনগর থানার সাবেক ওসি মানবিক অফিসার খ্যাত শ্যামল বনিক ।
বৃহস্পতিবার সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ পিপিএম স্বাক্ষরিত এক আদেশে শ্যামল বণিককে বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে পদায়ন করা হয়। এবং বিশ্বম্ভরপুর থানার সদ্য সাবেক অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল আলমকে সুনামগঞ্জ লাইন ওআর হিসাবে বদলি করা হয়।
ওসি শ্যামল বনিক মৌলভীবাজারের রাজনগর, সিলেটের জৈন্তাপুর, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ ও সিলেট জেলা পুলিশের সহকারি মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তার দায়িত্ব পালনকালে আইনশৃংখলা রক্ষার পাশাপাশি নানাবিধ সামাজিক কমকান্ডে অগ্রনী ভূমিকায় কর্ম এলাকার সকল শ্রেণী-পেশার লোকজনের কাছে মানবিক পুলিশ কর্মকর্তা হিসাবে ব্যাপক প্রশংসা খুড়িঁয়েছেন।
বিগত দিনের ন্যায় বিশ্বম্বরপুর,উপজেলায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ মাদক ও সন্ত্রাস বন্ধে সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে বাংলাদেশ পুলিশ বাহিনীর সুনাম অক্ষুন্ন রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন সংশিষ্টরা।
বিশ্বম্ভপুরে থানায় যোগদানের প্রতিক্রিয়ায় শ্যামল বনিক সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ এহসান শাহ পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাদক সন্ত্রাসবাদ,নারী নির্যাতন ও যৌন নিপিরনকে জিরো ট্রলারেন্সে নিয়ে আসতে বিশ্বম্ভপুর উপজেলার সকল জনপ্রতিনিধিসহ সকল শ্রেনী পেশার লোকজনের সর্বাত্বক সহযোগিতা কামনা করেন।