সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২৩
প্রতিনধি/ওসমানীনগরঃঃ
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরী বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের উন্নয়নের ধারা চলমান রাখতে হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।
দেশে ইতোমধ্যে পদ্মাসেতু, মেট্রোরেলসহ বিভিন্ন মেগা প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। জাতির জনকের স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকান্ডকে ত্বরান্বিত করতে একজন চিকিৎসক হিসেবে আমি কাজ করে যাচ্ছি। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে দেশের চিকিৎসা খাত অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছেছে।
শুক্রবার ( ১৫ সেপ্টেম্বর) সিলেটের ওসমানীনগর উপজেলার উছমানপুর ইউনিয়নের ইছামতি কোনাপাড় গ্রামে আদর্শ যুব কল্যাণ সংঘের আয়োজনে বিনামূল্যে দুই শতাধিক অসুস্থ রোগীদের চিকিৎসাসেবা ও ঔষধ বিতরণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি বুঝতে পারি আপনারা অনেক আশা নিয়ে যাকে সংসদে পাঠিয়েছিলেন তার হাত ধরে আপনাদের এলাকার কাংক্ষিত উন্নয়ন হয়নি। আপনারা এই এলাকায় যাকে ভোট দিয়ে জনপ্রতিনিধি বানিয়েছেন তিনি সংসদে আপনাদের অবহেলিত এলাকা উন্নয়নের কথা না বলে নিজের কথা বলেন। আপনাদের সুখে-দুঃখে পাশে থাকার কথা থাকলেও আপনাদের পাশে থাকেন না। তাই সারা দেশে উন্নয়ন হলেও এখানে অবহেলিত এলাকার দৃশ্যমান কোন উন্নয়ন হয়নি।
এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেবুল খান,সাধারণ সম্পাদক রাজ্জাক মিয়া, ইউপি সদস্য হাবিবুর রহমান, ইউপি সদস্য (মহিলা) গুলশানা বেগম, আদর্শ যুব কল্যাণ সংঘের সদস্য,আবু ফাহাদ, নুরুল হক, আলী আহমদ, ইয়ামিন আলী, ফখরুল আলম, সামাদ মিয়া, জুনেদ আহমদ, সাহেল আহমদ, মাহমুদ আহমদ, নাঈম ইসলাম, সুলতানসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।