বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা জানালেন অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান

প্রকাশিত: ৯:৪৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২৩

বঙ্গবন্ধুর ম্যুরালে ফুলদিয়ে শ্রদ্ধা জানালেন অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান

প্রতিনিধি/ধর্মপাশাঃঃ

 

সুনামগঞ্জের মধ্যনগরে অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান,শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেছেন।

 

অতিরিক্ত আইজিপি ও টুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান, বিপিএম (বার),পিপিএম (বার) শুক্রবার বিকাল ৫ টার দিকে তিনি ঢাকা থেকে সুনামগঞ্জের নব গঠিত মধ্যনগর উপজেলায় পৌঁছান। এ সময় জেলা পুলিশের পক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোহাম্মদ এহ্সান শাহ্। পরে অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিক উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে দৃষ্টি নন্দন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন টুরিস্ট পুলিশের এডিশনাল ডিআইজি আবু সুফিয়ান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) রাজন কুমার দাস,এসপি সার্কেল (ধর্মপাশা)আলী ফরিদ আহমেদ, মধ্যনগরন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: এমরান হোসেন, ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রমাপদ চক্রবর্তী,সিনিয়র প্রভাষক জসিম উদ্দিন মোল্লা, সাবেক চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার,শিক্ষক অজয় রায়, আ’লীগের সাংগঠনিক সম্পাদক অনুজ কান্তি দে,যুবলীগ সভাপতি মোস্তাক আহমেদ প্রমুখ।

Spread the love