সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৩
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
“সেবা উন্নতির দক্ষ রূপকার,উন্নয়নে উদ্ভাবনে স্থানীয় সরকার” এ প্রতিপাদ্যে প্রথমবারের মতো জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে সিলেটের ওসমানীনগরে আলোচনা সভা, র্যালি ও উন্নয়ন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর ) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্টিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শামীম আহমদ।
নির্বাহী অফিসার নীলিমা রায়হানার পরিচালনায় বক্তারা বলেন, স্থানীয় সরকার বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ উন্নয়নসহ সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সাধারণ জনগণের পাশে গিয়ে কাজ করে থাকে। সুন্দর ও পরিচ্ছন্ন উপজেলা গড়ে তুলতে হলে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকে সচেতন হতে হবে।
সভায় বক্তব্য রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আনা মিয়া, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ, সহকারী কমিশনার ভূমি রাজীব দাশ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাব সভাপতি শেখ ফয়ছল আহমদ, তাজপুর ইউপি চেয়ারম্যান অরুনোদয় পাল ঝলক, উছমান পুর ইউপি চেয়ারম্যান ওলি উল্লাহ বদরুল, উপজেলা প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন, ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার দীলিপময় দাস চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন অফিসার মোঃ সুহেল রহমান, ইউপি সদস্য আজিজুর রহমানসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার, স্কুলের ছাত্র ছাত্রী ও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুল মুকিত ও গীতা থেকে পাঠ করেন সমাজসেবা অফিসার জয়তী দত্ত।