সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
প্রতিনিধি/ধর্মপাশাঃঃ
সুনামগঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে জিআর মামলার ওয়ারেন্টভূক্ত একজন আসামি গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ। মঙ্গলবার উপজেলার বংশকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামে মধ্যনগর থানার এসআই কাজল মিয়ার সঙ্গীয় ফোর্স সহ বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ০৫/২২ (মধ) এর ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেফতারকৃত-কালু মিয়া (৫৫) বংশকুন্ডা উত্তর ইউনিয়নের মাটিয়ারবন গ্রামের মোকসেদ আলী পীরসাবের ছেলে ।
মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ এমরান হোসেন বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আমাদের অভিযান চলমান থাকবে।