সিলেট ২৫শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
প্রতিনিধি/ছাতকঃঃ
জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে ছাতকে ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলা সমাপ্ত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ চত্ত্বরে স্থাপতি দুর্বিণ শাহ মঞ্চে সমাপনী আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্নয়ন মেলার সমাপ্ত ঘোষনা করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরের জামান চৌধুরীর সভাপতিত্বে ও ইউআরসি ইন্সট্রাকটর মোস্তফা আহসান হাবিবের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী আলোচসা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, ইউপি চেয়ারম্যান সাহব উদ্দিন সাহেল প্রমূখ।
এসময় উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়, যুব উন্নয়ন কর্মকর্তা গোপাল চন্দ্র দাস, ছাতক প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিজয় রায়, ছাতক সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল, সূর্যেও হাসি ক্লিনিকের পরিচালক স্বপ্না বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে কনকচাঁপা খেলাঘর আসর, সরকারী মডেল উচ্চ বিদ্যালয় সহ স্থানীয় শিল্পীবৃন্দ গান, আবৃতি ও নৃত্য পরিবেশন করেন।
ছাতক এর আগে ১৭ সেপ্টেম্বর জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।