সিলেট ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৩
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর এলাকার ছিলিমপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত করায় জগন্নাথপুরে বিএনপির আনন্দ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে পুলিশের বাঁধার মুখে পড়ে তাৎক্ষনিক পথসভায় মিলিত হয়।
জগন্নাথপুর উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাস্টারের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সুহেল, আনছার উদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহিন, জেলা যুবদলের সহ-সভাপতি আমিনুর রশীদ আমিন, জগন্নাথপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি এমএ মুকিত, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোছাব্বির আহমদ, আবদুস সোবহান, জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, তাহিরপুর উপজেলা যুবদলের আহবায়ক এনামুল হক এনাম, জগন্নাথপুর উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক জুবেদ আলী লখন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শামসুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হারুন রশীদ, পৌর যুবদলের আহবায়ক লিটন মিয়া, যুগ্ম-আহবায়ক শামীম আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুরুল আমিন, উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ, সদস্য সচিব শামসুল ইসলাম জাবির প্রমূখ। এ সময় উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আসা দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
তবে সভা চলাকালীন সময়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ দল ধাওয়া করে সমবেত বিএনপির নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেন। এতে মুহুর্তে রাজপথ ফাঁকা হয়ে যায়।