সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে ভিজিডির চাল পেয়ে দরিদ্র পরিবারের মানুষের মুখে হাসি ফুঠে উঠেছে। সরকারিভাবে প্রতি মাসে জনপ্রতি ৩০ কেজি করে তালিকাভূক্ত দরিদ্র পরিবারের সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়। তবে গত ২ মাস ধরে তারা এ বরাদ্দের চাল পাননি।
অবশেষে এক সাথে ৩ মাসের চাল জনপ্রতি ৩০ কেজির ৩ বস্তায় ৯০ কেজি করে বিতরণ করা হচ্ছে। এক সাথে এতোগুলো চাল পেয়ে দরিদ্র মানুষের মুখে হাসি ফুটে উঠে। গত কয়েক দিন ধরে উপজেলার সকল ইউনিয়ন পরিষদে চাল বিতরণ কার্যক্রম চলছে।
এরই অংশ হিসেবে ২০ সেপ্টেম্বর বুধবার উপজেলার রাণীগঞ্জ ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়। চাল বিতরণকালের বিভিন্ন সময়ে রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান শেখ ছদরুল ইসলাম, ইউপি সদস্য কাওছার মিয়া তালুকদার, তেরাব মিয়া, ইউপি সচিব ফারুক হোসেন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।