সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২৩
জেলা প্রতিনিধিঃঃ
সিলেটে পৃথক অভিযানে ২০ জন আটক করেছে থানা ও গোয়েন্দাপুলিশ। এর মধ্যে দুজন মোটরসাইকেল চোরাচালান চক্রের সদস্য এবং বাকি ১৮ জন জুয়াড়ি।
জেলাপুলিশের সহকারি পুলিশ সুপার (মিডিয়া ফোকাল পয়েন্ট কর্মকর্তা) মো. সম্রাট তালুকদার জানান- মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) জেলা গোয়েন্দাপুলিশের একটি দল মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সিলেটের কানাইঘাট বাজার থেকে দুই মোটরসাইকেল চোরাকারবারিকে আটক করে। তারা হলেন- কানাইঘাট উপজেলার ডালাইর চর গ্রামের আব্দুর খালেকের ছেলে রিয়াজ মিয়া (৩০) ও আলী হোসেন (২৬)।
এসময় তাদের কাছ থেকে ১ লাখ ৯৮ হাজার টাকা দামের ১৫০ সিসি একটি সুজুকি জিক্সার ও ১ লাখ ৮০ হাজার টাকা দামের একটি পালসার মোটরসাইকেল জব্দ করে পুলিশ। দুটি গাড়িই ভারত থেকে অবৈধ উপায়ে নিয়ে আসা হয়েছিলো।
পরে আটক দুজনের বিরুদ্ধে কানাইঘাট থানায় মামলা দায়ের করে তাদের আদালতে প্রেরণ করা হয়।
অপরদিকে, সিলেট জেলার গোলাপগঞ্জে পৃথক অভিযানে ১৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। থানাপুলিশের দুটি দল মঙ্গলবার দিবাগত (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৩টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার উত্তরবাজার এলাকায় এবং রাত আড়াইটায় গোলাপগঞ্জের নুরজাহানপুর গ্রামে অভিযান চালিয়ে ১৮ জন জুয়াড়িকে আটক করে।
আটকরা হলেন- উপজেলার স্বরসতী গ্রামের মৃত আনফর আলীর ছেলে আলী হোসেন (৪১), মৃত নজির আলীর ছেলে দুলাল আহমদ (২৮), মৃত জুলু মিয়ার ছেলে সাকেল উরফে লাদেন (২২), মৃত হাসান আলীর ছেলে আলীম উদ্দিন (৪৫), একই উপজেলার লালনগর বাঘা গ্রামের বাতির আলীর ছেলে বাবলু মিয়া (৩৫), মৃত নসির উদ্দিনের ছেলে জুমন আহমদ (২৫), মৃত খালিক মিয়ার ছেলে মো. নুরুল ইসলাম (৫০), মৃত তরিক উল্লাহ’র ছেলে আজিম উদ্দিন বিরু (৩৪), আসাব আলীর ছেলে রশিদ আহমদ (৩৫), নুরজাহানপুর, গ্রামের জাফর আলীর ছেলে রকিব মিয়া (২৮), পানিয়াগা গ্রামের মৃত মখলিছ আলীর ছেলে জায়েদুর রহমান (৪৫), মৃত খোকন মিয়ার ছেলে নূর মিয়া (৪৫), মৃত সুরুজ আলীর ছেলে মাহতাব উদ্দিন মাতাব (৫৩), মৃত রজব আলীর ছেলে স্বপন আহমদ (৩৭), ইসলামপুর গ্রামের মিজান মিয়ার ছেলে রুবেল আহমদ (২৬), মৃত আবুল কাশেমের ছেলে রশিদ মিয়া (৩০), মৃত আব্দুল ছোবহানের ছেলে হবি আলম (৩৫), কাদিপুর গ্রামের মৃত কদুমনি বিশ্বাসের ছেলে অজয় বিশ্বাস (৩২)।
আটককালে তাদের কাছ থেকে জুয়া খেলায় ব্যবহৃত নগদ ১৯ হাজার ৩০৫ টাকা, ৬ বান্ডিল তাস ও ৯ টি মোবাইল ফোন সেট জব্দ করে পুলিশ।
পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়।